অ্যাকসেসিবিলিটি লিংক

রিও অলিম্পিকে ভারতের অবস্থান


রিও অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের অর্জন নিয়ে দেশটির ক্রীড়া সাংবাদিক জয়েন্ত চক্রবর্তী'র সঙ্গে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টোডিও থেকে কথা বলেন রোকেয়া হায়দার।

please wait

No media source currently available

0:00 0:04:11 0:00

রিও অলিম্পিকের চতুর্দশ দিনের শেষে ১২৫ কোটি মানুষের দেশ ভারতের শোচনীয় ফলাফল। মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক অপ্রত্যাশিত ভাবেই একটি ব্রোঞ্জ পদক পাওয়ার পরে মেডেল জয়ী দেশগুলির মধ্যে ভারত ৭০তম স্থানে।

শুক্রবার রাতে এই পরিস্থিতির একটু উন্নতি ঘটে। মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়, পি. ভি. সিন্ধু ব্যাডমিন্টনের ফাইনালে নেমে রূপো জিতে নেন।

অন্যদিকে দুঃসংবাদ হল, শেষ পর্যন্ত পুরুষ কুস্তিগীর নরসিং'কে ডোপিং-এর দায়ে অলিম্পিক থেকে বহিষ্কার করে দিলেন অলিম্পিক কর্তৃপক্ষ। তাঁর অবশ্য দাবি, ষড়যন্ত্র করে কেউ তাঁর খাবারে নিষিদ্ধ ওষুধ মিশিয়ে দিয়েছে। কর্তৃপক্ষ তা মানেননি।

২০১২ সালের লন্ডন অলিম্পিকে ভারতের সংগ্রহ ছিল ছয়টি পদক। দুটি রূপো, চারটি ব্রোঞ্জ। রিওতে ফল অনেক ভাল হবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু কোথায় কি? দেশের যেটুকু মুখ রক্ষার, তা করলেন মহিলা খেলোয়াড়েরাই।

XS
SM
MD
LG