একত্রিশতম অলিম্পিকের মশাল বহন করলেন বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড: মুহাম্মদ ইউনুস। আর তার পরই ব্রাজিলের রিও ডি জেনিরোতে জমকালো আয়োজনে উদ্বোধন করা হলো বিশ্ব ক্রীড়ার সর্ববৃহৎ এই আসরের।
রিওর মারাকানা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে পৃথিবীর যত্ন নেয়া আর বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজন রক্ষার আবেদনের থিম দিয়ে নান্দনিক ভঙ্গিমায় তুলে ধরা হয় ব্রাজিলের বিবর্তনের ইতিহাস।
উদ্বোধনের পরপরই অনুষ্ঠিত হয় অলিম্পিকে অংশগ্রহণকারী দেশগুলোর মার্চপাস্ট। এতে অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান।