অ্যাকসেসিবিলিটি লিংক

টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়ার ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী


Tokyo Olympic Games

বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আইওসির ঘোষণার খানিক আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বিষয়টি জানান। তিনি বলেন, আমি আসরটি এক বছরের জন্য পিছিয়ে দেওয়ার প্রস্তাব করেছি এবং আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ শতভাগ সম্মতি দিয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতে ২০২০ অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, আগামী ২৪ জুলাইয়ে শুরু হওয়ার ইভেন্টটি, ২০২১ সালের গ্রীষ্মের আগে হবে না। একই সঙ্গে টোকিও প্যারালিম্পিক গেমসও এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

XS
SM
MD
LG