রবিবার অলিম্পকসের সমাপনী অনুষ্ঠানে, আমেরিকান পতাকা বহন করার জন্য, যুক্তরাষ্ট্রের ক্রিড়াবিদরা, জিমন্যাস্ট সিমোন বাইল্সকে বেছে নিয়েছেন। বাইল্স এ বছরের প্রতিযোগিতায় চারটি স্বর্ণ পদক এবং একটি ব্রন্জ পদক পান। বাইল্স বলেন তার জন্য এটি অত্যন্ত সম্মানীয়।
রবিবার অলিম্পকস খেলার চুড়ান্ত দিনে পুরুষদের বাস্কেট বল এবং ম্যারাথন সহ ১২টি স্বর্ণ পদকের জন্য প্রতিযোগিতা হবে।
শনিবার আমেরিকান সাতারু রাইয়ান লখটি স্বীকার করেন যে তিনি যে বলেছিলেন যে তিনি ও তার তিন টিম মেট রিও ডি জেনেরোতে একটি গ্যাস স্টেশনে ডাকাতির শিকার হয়েছিলন, তা ছিল অতি রঞ্জিত। তিনি জোর দিয়ে বলেন যে তিনি মিথ্যে কথা বলেন নি। তিনি বলেন তিনি দুঃখিত।
শনিবার প্রতিযোগিতায় পুরুষদের ফুটবলে ব্রাজিল জার্মানিকে পরাজিত করে এবং স্বর্ণ পদক পায়।
আমেরিকানরা পর পর ৪৯টি খেলায় জয়লাভ করে।