থাইল্যান্ডে কর্মকর্তারা বলছেন যে আজ শনিবার সকালে ব্যাঙ্ককে একদল সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর অন্তত একজন বন্দুকধারী গুলি চালালে , একজন নিহত এবং কমপক্ষে তিন জন আহত হয়েছে। অন্যত্র , বিক্ষোভকারীরা নির্বাচনে প্রার্থিদের নিবন্ধনে বাধা দেওয়া অব্যাহত রেখেছে।
কোন কোন প্রত্যক্ষদর্শী বলছেন যে Government House এর কাছে রাতে তাঁবু টাঙ্গিয়ে থাকা প্রতিবাদকারীদের ওপর চলমান গাড়ি থেকে গুলি করা হয় ।
অন্যা্ন্য জায়গায় বিক্ষোভকারীরা প্রার্থিদের নিবন্ধনের জায়গাগুলি ঘেরাও করে রাখে এবং এতে বেশ কিছু প্রদেশে নির্বাচনী কর্মকর্তারা তাঁদের কাজ স্থগিত রাখতে বাধ্য হন।
সামরিক বাহিনী সেখানে অভ্যূত্থান ঘটাবে কী না , এ রকম এক প্রশ্নের জবাবে সেনা প্রধান জেনারেল প্রয়ুথ চান ওচা বলেন যে অভূত্থানের দরজা খোলা ও নয় , বন্ধ ও নয়। প্রয়ুথ আবার ও এই অনুরোধ করেন যে জনগণ যাতে সেনাবাহিনীকে এই বিবাদে কোন পক্ষ নেওয়ার ব্যাপারে অনুরোধ করা থেকে বিরত থাকে।
কোন কোন প্রত্যক্ষদর্শী বলছেন যে Government House এর কাছে রাতে তাঁবু টাঙ্গিয়ে থাকা প্রতিবাদকারীদের ওপর চলমান গাড়ি থেকে গুলি করা হয় ।
অন্যা্ন্য জায়গায় বিক্ষোভকারীরা প্রার্থিদের নিবন্ধনের জায়গাগুলি ঘেরাও করে রাখে এবং এতে বেশ কিছু প্রদেশে নির্বাচনী কর্মকর্তারা তাঁদের কাজ স্থগিত রাখতে বাধ্য হন।
সামরিক বাহিনী সেখানে অভ্যূত্থান ঘটাবে কী না , এ রকম এক প্রশ্নের জবাবে সেনা প্রধান জেনারেল প্রয়ুথ চান ওচা বলেন যে অভূত্থানের দরজা খোলা ও নয় , বন্ধ ও নয়। প্রয়ুথ আবার ও এই অনুরোধ করেন যে জনগণ যাতে সেনাবাহিনীকে এই বিবাদে কোন পক্ষ নেওয়ার ব্যাপারে অনুরোধ করা থেকে বিরত থাকে।