অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডে প্রতিবাদ বিক্ষোভের সময় নিহত একজন


থাইল্যান্ডে কর্মকর্তারা বলছেন যে আজ শনিবার সকালে ব্যাঙ্ককে একদল সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর অন্তত একজন বন্দুকধারী গুলি চালালে , একজন নিহত এবং কমপক্ষে তিন জন আহত হয়েছে। অন্যত্র , বিক্ষোভকারীরা নির্বাচনে প্রার্থিদের নিবন্ধনে বাধা দেওয়া অব্যাহত রেখেছে।

কোন কোন প্রত্যক্ষদর্শী বলছেন যে Government House এর কাছে রাতে তাঁবু টাঙ্গিয়ে থাকা প্রতিবাদকারীদের ওপর চলমান গাড়ি থেকে গুলি করা হয় ।

অন্যা্ন্য জায়গায় বিক্ষোভকারীরা প্রার্থিদের নিবন্ধনের জায়গাগুলি ঘেরাও করে রাখে এবং এতে বেশ কিছু প্রদেশে নির্বাচনী কর্মকর্তারা তাঁদের কাজ স্থগিত রাখতে বাধ্য হন।

সামরিক বাহিনী সেখানে অভ্যূত্থান ঘটাবে কী না , এ রকম এক প্রশ্নের জবাবে সেনা প্রধান জেনারেল প্রয়ুথ চান ওচা বলেন যে অভূত্থানের দরজা খোলা ও নয় , বন্ধ ও নয়। প্রয়ুথ আবার ও এই অনুরোধ করেন যে জনগণ যাতে সেনাবাহিনীকে এই বিবাদে কোন পক্ষ নেওয়ার ব্যাপারে অনুরোধ করা থেকে বিরত থাকে।
XS
SM
MD
LG