মানবাধিকার একটি সংগঠন জানিয়েছে যে ইথিওপীয়ার ওরোমো রাজ্যে সরকার বিরোধী প্রতিবাদ চলার সময় নিরাপত্তা বাহিনী অন্তত ১৪০ জনকে হত্যা করেছে। তবে সরকারী হিসেবে মৃতের সংখ্যা আরো অনেক কম।
শুক্রবার হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে যে ২০০৫ সালে নির্বাচনের সময় সহিংসতার পর এটাই সবচাইতে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। ঐ ঘটনায় আরও অনেকে আহত হন। ইথিওপীয়ার রাজধানী আদ্দিস আবাবায় নতুন একটি বাণিজ্য এলাকায় সরকারী কৃষি খামার তৈরির পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভকারীরা প্রতিবাদ করছে । নিরাপত্তা বাহিনীর সংগে সংঘর্ষের কারণেই ১৪০ জন প্রাণ হারিয়েছেন বলে বলা হয়েছে । তবে নভেম্বর মাসে বিক্ষোভ শুরুর পর থেকে মাত্র ৫জনের মৃত্যু খবর সরকার নিশ্চিত করেছে।