অ্যাকসেসিবিলিটি লিংক

বিরোধীদল অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে বিজয়ী


অস্ট্রেলিয়ার নির্বাচনে আজ সেখানকার রক্ষণশীল বিরোধীদল রিঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর ফলে লেবার পার্টির ছ বছরের অস্থির শাসনের অবসান ঘটলো।


প্রত্যক্ষদর্শিরা বলছেন যে টনি অ্যাবটের বিরোধী জোট লিবারেল –ন্যাশনাল এর এই বিজয় লেবার পার্টির অন্তর্কলহ এবং দেশের অর্থনৈতিক সমস্যার বিষয়ে জনগণের হতাশারই বহিপ্রকাশ।

অ্যাবট বলেন যে নতুন ব্যবস্থাপনায় তিনি এমন একটি সরকার গঠণ করতে চলেছেন যা হবে যোগ্য এবং বিশ্বাস যোগ্য।

এবারের এই নির্বাচনী অভিযানে অর্থনীতি , আশ্রয়প্রার্থি এবং জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রাধান্য পায়।

এই নির্বাচনের মাত্র তিন মাস আগে মি রাড , অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে , দলীয় নের্তৃত্বে চ্যালেঞ্জ করেন যার লক্ষ্য ছিল জাতীয় নির্বাচনের লেবার দলের অবস্থান মজবুত করা।

তবে ৯৫ শতাংশের ও বেশি ভোট গণনার পর দেখা গেছে যে লিবেরাল –ন্যাশনাল কোয়ালিশন ১৫০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে , লেবার দল পেয়েছে ৫৭টি আসন।
XS
SM
MD
LG