ইসরাইলের 'মিয়া শেরীম' বসতি এলাকায়, বিধি নিষেধ অমান্য করা নিয়ে, অতি গোড়া ইহুদি ও পুলিশের সংঘর্ষ হয়েছে I অতি গোড়া সম্প্রদায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদের ধর্মীয় স্কুল, বা 'য়েশিবা' খোলার চেষ্টা চালালে পুলিশ তাতে বাধা দেয়, এবং পুলিশকে লক্ষ্য করে তখন আবর্জনা ছোড়া হয় এবং নাৎসি বলে গালাগাল করা হয় I
'আশদোদ' শহরে ওপর এক ঘটনায় অন্যায়ভাবে খোলা, একটি স্কুল পুলিশ, বন্ধ করতে গেলে সেখানে দাঙ্গা শুরু হয় এবং তাতে ৪ জন পুলিশ আহত হন I
সংক্রমণের বিরুদ্ধে ইসরাইলে অভূতপূর্ব টিকাদান বিশ্বের নজর কেড়েছে I সরকারের লক ডাউন নীতির আওতায় সেখানে সব স্কুল ও ক্লাস বন্ধ থাকবে, শুধু জুম্ মারফত ক্লাস নেয়া যাবে I গির্জা বন্ধ থাকবে এবং ১০ জনের অধিকের সমাবেশ নিষিদ্ধ রয়েছে I