অ্যাকসেসিবিলিটি লিংক

ওএসসিই’র নির্বাচনী পর্যবেক্ষকরা বলেছেন রাশিয়ার নির্বাচনে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা ছিল না


Russian President Vladimir Putin
Russian President Vladimir Putin

ওএসসিই, ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা বলেছে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়, তবে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা ছিল না।

ওএসসিই’র নির্বাচনী পর্যবেক্ষকরা এক বিবৃতিতে বলেছেন, লোকজন যাতে ভোট দেয় তার জন্য ব্যাপক প্রচেষ্টা চালানোর পর নাগরিকরা উল্লেখযোগ্য সংখ্যায় ভোট দেন। কিন্তু মৌলিক স্বাধীনতার উপর এবং প্রার্থীদের নিবন্ধিকরণের উপর বিধিনিষেধ থাকায় রাজনৈতিক সংশ্লিষ্টতার সুযোগ কমে যায় এবং তার ফলে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার অভাব থেকে যায়।

প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিন নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে, অন্যান্য সাত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে জয়ী হন।

পুটিন ১৯৯৯ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন।

XS
SM
MD
LG