বিশ্বব্যাপী ওমিক্রনের দ্রুত বিস্তারের ফলে ইসরায়েলি মন্ত্রীরা যুক্তরাষ্ট্র, কানাডাসহ অন্য আটটি দেশে ভ্রমণ নিষিদ্ধ করতে সম্মত হয়েছেন।
সোমবার মন্ত্রিসভা ভোটের পর প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কার্যালয় এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্র নতুন করে ইউরোপীয় দেশ এবং অন্যান্য গন্তব্যগুলির একটি ক্রমবর্ধমান তালিকায় যোগ দেবে, যেখানে আগে থেকেই ইসরায়েলিদের ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে এবং যেখান থেকে ফিরে আসা ভ্রমণকারীদের অবশ্যই কোয়ারেন্টিনে থাকতে হবে।
একটি সংসদীয় কমিটি এতে চূড়ান্ত অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে। একবার অনুমোদিত হলে, এই ভ্রমণ নিষেধাজ্ঞা মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে।
ইসরায়েল সাম্প্রতিক সপ্তাহগুলিতে সংক্রামক করোনভাইরাস বৃদ্ধির ফলে নভেম্বরের শেষের দিকে তার সীমানা বন্ধ করা এবং ভ্রমণ সীমাবদ্ধ করা শুরু করেছে। সেখানে বিদেশী নাগরিকদের প্রবেশের অনুমতি নেই, এবং বিদেশ থেকে আগত সমস্ত ইসরায়েলিকে পৃথক করতে হবে – এমনকি টিকা দেয়া হলেও।
বুধবার থেকে শুরু হওয়া ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্ত হওয়ার অনুমোদন দেওয়া অন্যান্য দেশগুলি হল বেলজিয়াম, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, মরক্কো, পর্তুগাল, সুইজারল্যান্ড এবং তুরস্ক।
মহামারী শুরু হওয়ার পর থেকে ইস্রায়েলে করোনভাইরাস থেকে কমপক্ষে ৮,২৩২ জন মারা গেছে।