অ্যাকসেসিবিলিটি লিংক

পেনসিলভানিয়া রাজ্যের একটি বিশেষ নির্বাচনে ডেমোক্রাট প্রার্থী বিজয় ঘোষণা করেন


Pennsylvania Election
Pennsylvania Election

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের অষ্টাদশ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের উপনির্বাচনে ডেমোক্রাট প্রার্থী কনর ল্যাম্ব বুধবার খুব ভোরে বিজয় ঘোষণা করেন।

নির্বাচনী কর্মকর্তারা মঙ্গলবারের নির্বাচনের চুড়ান্ত ফলাফল এখনও ঘোষণা করেননি।

ডেমোক্রাট ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। ভোটে রিপাবলিকান প্রার্থী রিক স্যাকন ও ডেমোক্রাট প্রার্থীর মধ্যে ব্যবধান এত কম যে সংবাদ মাধ্যমেও কোন প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করা হয়নি।

অ্যাবসেন্টি ব্যালট অর্থাৎ যারা উপস্থিত না হয়ে আগে লিখিত ভোট পাঠান, সেই ভোট গণনায় ল্যাম্ব ৫০০র বেশি ভোটে এগিয়ে আছেন। ২ লক্ষ ২৭ হাজার ভোট দেওয়া হয়েছে ওই বিশেষ নির্বাচনে।

বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ হওয়ার পর গত বছরের অক্টোবরে রিপাবলিকান সাংসদ টিম মারফির পদত্যাগে ওই আসনটি শূন্য হয়েছিল।

XS
SM
MD
LG