বাংলাদেশে পদ্মা সেতূ প্রকল্পে চীনের তরফে ২ শ’ ৪০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব নিয়ে বাংলাদেশে অর্থমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর মধ্যে যে মতদ্বৈধতা দেখা দেয় এবং তারই প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমে দু’ মন্ত্রীর পরস্পরকে দোষারোপ করা যেসব মন্তব্য প্রকাশ পায় – তা নিয়ে আমরা কথা বলি ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র গবেষক – বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্রাচার্য্যের সঙ্গে ।ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।