অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর মারা গেছেন


একেক জন ওঁর সম্পর্কে একেক কথা বলতেন, একেক রকমের মন্তব্যে ভুষিত করতে শোনা গিয়েছে তাঁকে। কেউ বলতেন, স্পষ্টভাষি-সত্যবাদি মানুষ তিনি, কেউ বলতেন বিশ্বাসঘাতক-কেউ বলতেন মানবাধিকারের চাম্পিয়ান কর্মী, কেউ আবার তাঁকে পাকিস্তান বিরোধী-ইসলাম পরিপন্থী বলে অভিহিত করেছেন। কেউ আবার কন্ঠহীনদের কণ্ঠ হিসেবে – যাদের কথা কেউ বলেনা সেই তাদের পক্ষের প্রবক্তা রুপে অভিসিক্ত করেছেন আসমা জাহাঙ্গীরকে। এই আসমা জাহাঙ্গীর পাকিস্তান সূপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের প্রথম এবং এযাবতকালের একমাত্র নারী প্রেসিডেন্ট, প্রয়াত হলেন হৃদযন্ত্রের আচম্বিত ক্রিয়ারোধ হয়ে – ৬৬ বছর বয়সে লাহোরে, গতকাল রবিবার দিন।

১৯৮৩ সালে সে সময়ের স্বৈরশাষক জিয়াউল হকের বিরুদ্ধে গণতন্ত্রকামী আন্দোলন চালানোর সময় জেলে গিয়েছিলেন আসমা। কিন্তু ঐ কারাবাসও তাঁর অদম্য মতাদর্শ অনুসরণকে আটকাতে পারেনি। আসমা জাহাঙ্গীর জাতিসংঘের মানবাধিকার বিভাগেও কাজ করেছেন। উপমহাদেশের শিল্প সংষ্কৃতি অঙ্গনের বেশ কয়েকজন শিল্পী, কবি-সাহিত্যিক তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

XS
SM
MD
LG