পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে পৃথক দুইটি বোমার বিস্ফোরণে বুধবার কমপক্ষে ৬ জন নিহত হয়েছে এবং এতে আহত হয়েছে আরো বহুজন।
কর্মকর্তারা বলেছেন, ভয়ঙ্কর প্রাণঘাতি এ বিস্ফোরণ ঘটে আফগান সীমান্তবর্তী মোহমান্ড উপজাতি অঞ্চলে। আত্মঘাতি এক বোমবাজ, নিরাপত্তা বাহিনীর লোকজন তাকে সনাক্ত করতে পেরে, তাকে নিবৃত্ত করবার আগেই নিজ দেহে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর তিন সদস্য এবং দুই অসামরিক ব্যক্তির প্রাণহানি ঘটে।
ঐ হামলাকারির সঙ্গের আরেকজন তার শরীরে বাঁধা বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করার সময় গুলির আঘাতে তাকে ধরাশায়ি করা হয়।
সামরিক বাহিনীর এক বয়ানে বলা হয়েছে, ঐ দুই বোমাবাজ এসেছিলো আফগানিস্তান হতে, মধ্যাঞ্চলবর্তী গালানাই শহরে ঐ বিস্ফোরণ ঘটাতে।