অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান-আফগানিস্তান প্রধান একটি সীমান্ত পারাপার পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে


শুক্রবার, পাকিস্তান ও আফগানিস্তান দু'দেশের মধ্যে প্রধান একটি সীমান্ত পারাপার পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এই সীমান্তে হাজার হাজার যাত্রী ও বাণিজ্য কনভয় চারদিন ধরে আটকা পড়ে রয়েছে। সেখানে সীমান্তে বেড়া দেওয়ার বিষয় নিয়ে বিরোধের কারণে যাতায়াত বন্ধ হয়ে পড়ে।

সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, আফগানিস্তানের রাষ্ট্রদূত হযরত ওমার জাখিলওয়াল পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান জেনারেল রাহিল শরীফের সঙ্গে এই বিষয়টি এবং সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনায় মিলিত হবার পর, উত্তরপশ্চিমের তোরখাম সীমান্ত পথ খুলে দেওয়া হয়।

লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া বলেন, ‘উভয় পক্ষ সন্ত্রাস দমন এবং তাদের অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সংকল্প প্রকাশ করেছে’।

গত মঙ্গলবার পাকিস্তান কর্তৃপক্ষ সীমান্ত পারাপার এলাকায় একটি গুরুত্বপূর্ণ স্থানে বেআইনী চলাচল বন্ধ করার লক্ষ্যে বেড়া দেওয়া শুরু করলে এই বিরোধের সূত্রপাত হয়।

XS
SM
MD
LG