অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে মারাত্মক সংঘর্ষের কথা


Pakistan and Afghanistan

পাকিস্তান বলেছে রবিবার আফগানিস্তানের ওপার থেকে গোলা বর্ষণে দুজন আধা সামরিক সৈনিক নিহত হন এবং আহত হন অন্যান্য ৫জন।

সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন তাদের কর্মীরা প্রত্যন্ত কুররাম অঞ্চলে নিয়মিত নজরদারি চালাচ্ছিল যখন ওপার থেকে হামলা চালানো হয়। কর্মীরা সীমান্তে বেড়া দেওয়ার প্রস্তুতিতে পর্যবেক্ষণ চালাচ্ছিল যখন আক্রমণ হয়।

সেনা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন পরিস্থিতি প্রশমনের লক্ষ্যে দুদেশের সামরিক কর্মকর্তারা আলাপ করছেন।

তিনি বলেন পাকিস্তানি সেনারা সংযোম প্রদর্শন করছেন যাতে সীমান্তের ওপারে আফগান বেসামরিক লোকজন হতাহত না হয় তা নিশ্চিত করার জন্য।

এর আগে এক আঞ্চলিক আফগান পুলিশ প্রধান ভয়েস অফ আমেরিকাকে বলেছেন কুররামে সংলগ্ন দক্ষিণপুর্বাঞ্চলের খোস্ত প্রদেশে জাজি মায়দান সীমান্ত জেলায় সংঘর্ষ বাধে।

XS
SM
MD
LG