অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের নিঃশর্ত শান্তি আলোচনার প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান


Afghan President Ashraf Ghani hosts visiting Pakistani National Security Adviser Nasser Janjua (left, next to Ghani) for official talks at Dilkusha presidential palace in Kabul, Afghanistan, March 17, 2018. (Courtesy - Afghan government)
Afghan President Ashraf Ghani hosts visiting Pakistani National Security Adviser Nasser Janjua (left, next to Ghani) for official talks at Dilkusha presidential palace in Kabul, Afghanistan, March 17, 2018. (Courtesy - Afghan government)

পাকিস্তান, আফগানিস্তানের নেতৃত্বকে তাদের মতামত জানিয়েছে যে কাবুল নিঃশর্ত শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার পর, যুদ্ধ অব্যাহত রাখার কোন কৈফিয়ত তালবানের আর নেই।

ইসলামাবাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের জানজুয়া (Janjua) শনিবার এক দিনের সরকারি সফরের সময় ওই বার্তা পৌছে দেন। তিনি আফগানিস্তানের নেতৃত্বকে, দীর্ঘ প্রতিক্ষিত শান্তি আলোচনার, প্রেসিডেন্ট আসরাফ গানির প্রস্তাবের বিষয়ে, পাকিস্তানের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

তালেবান প্রকাশ্যে ওই প্রস্তাবের এখনও কোন জবাব দেয়নি। অবশ্য পাকিস্তান ও আমেরিকার কর্মকর্তারা বলেছেন বিদ্রোহীরা হয়ত, তারা আলোচনার টেবিলে যাবে কিনা তা বিবেচনা করে দেখছে।

XS
SM
MD
LG