অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ১৪০জন প্রাণ হারিয়েছে


Pakistan Deadly Fire
Pakistan Deadly Fire

পাকিস্তানে কর্মকর্তারা বলেছেন রবিবার একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার উল্টে গেলে আগুন লেগে যায় এবং অন্তত ১৪০জন প্রাণ হারায়। ওই লোকজন ঘটনাস্থলে তাড়াহুড়ো করে গিয়েছিল ট্যাঙ্কার থেকে নির্গত তেল সংগ্রহের জন্য। কর্তৃপক্ষ বলেছে বিস্ফোরণে প্রায় ৮০জন আহত হয়, অনেকের অবস্থা গুরুতর।

ট্যাঙ্কারটি দক্ষিণের বন্দর নগরী করাচি থেকে পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরে যাচ্ছিল প্রধান একটি মহাসড়ক দিয়ে যখন গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

আঞ্চলিক পুলিশ প্রধান রাজা রিফ্ফাত বলেন ট্যাঙ্কারটি যখন উল্টে যায়, তখন কাছাকাছি গ্রাম রামজানপুর জয়ার বাসিন্দারা বালতি আর অন্যান্য পাত্র নিয়ে সেখানে দৌড়ে যায় তেল সংগ্রহের জন্য। বিপুল সংখ্যক মানুষ মোটরসাইকেলে করেও সেখানে যায় তেল সংগ্রহের জন্য।

এটা এখনও স্পষ্ট নয় ট্যাঙ্কারটি কেন বিস্ফোরিত হয়।

ঈদুল ফিতারের আগের দিন দুর্ঘটনাটি ঘটল। অনেকেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য তখন পথে চলাচল করছিল।

XS
SM
MD
LG