সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাঁর পাকিস্তান সফর শেষ করে দেশে ফিরে গিয়েছেন। এরপর তিনি দু’দিনের জন্যে আগামীকাল মঙ্গলবার ভারত সফরে যাবেন ১৯ ও ২০ ফেব্রূয়ারী। তাঁর এই দু’দেশ সফর নিয়ে আমরা কথা বলি করাচী নিবাসী সাংবাদিক মাসকাওয়াত আহসান এবং নতুন দিল্লিতে কর্মরত দ্য টেলিগ্রাফ পত্রিকার ব্যুরো চীফ জয়ন্ত রায় চৌধুরীর সঙ্গে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে এঁদের দু’জনের সঙ্গে কথা বলেছেন সরকার কবীরূদ্দীন।