অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান তালেবানের বিরুদ্ধে আক্রমণ অভিযান শুরু করেছে


Pakistan army launches operation ‘Zarb-e-Azb’ in North Waziristan
Pakistan army launches operation ‘Zarb-e-Azb’ in North Waziristan

পাকিস্তানের সেনা বাহিনীর সূত্রে বলা হয়েছে তারা আফগান সীমান্তের কাছে তালেবান শক্তঘাটিগুলোর বিরুদ্ধে স্থল আক্রমণ শুরু করেছে। তার আগে ওই এলাকার ৫ লক্ষ স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় এবং দু সপ্তাহ ধরে বোমা বর্ষন করা হয়।

সোমবার সেনাবাহিনী বলেছে তারা মিরান শাহ তে ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে। যে চরমপন্থী গ্রুপগুলো পাকিস্তান এবং আফগানিস্তানে তৎপর, উত্তর ওয়াজিরিস্তানে তাদের প্রধান শক্তঘাঁটি হচ্ছে মিরান শাহ। সামরিক বাহিনী বলেছে প্রাথমিক স্থল অভিযানে প্রায় ১৫জন চরমপন্থী নিহত হয়।

সামরিক বাহিনী বলেছে ১৫ই জুন যখন থেকে বিমান হামলা শুরু হয, তারা ৩৩০ জনের বেশি সন্দেহভাজন সন্ত্রাসী কে হত্যা করে। অবশ্য সেনা বাহিনীর তৎপরতার ফলে প্রায় ৫ লক্ষ মানুষ যাদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু তারা নিরাপদ স্থানে পালিয়ে গেছে।

XS
SM
MD
LG