অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে বাস দুর্ঘটনা তদন্তে বিস্ফোরকের নমুনা পাওয়া গেছে


Pakistan Bus Accident Balochistan Khuzdar
Pakistan Bus Accident Balochistan Khuzdar

পাকিস্তান বৃহস্পতিবার বলে যে বুধবারের বাস ভেঙ্গে পড়ার ঘটনার প্রাথমিক তদন্তে বিস্ফোরকের নমুনা পাওয়া গেছে। ঐ ঘটনায় নয় জন চীনা কর্মীসহ  ১৩ জন প্রাণ হারায়। পাকিস্তান বলছে এই দুর্ঘটনার কারণ হিসেবে সন্ত্রাসী হামলার সম্ভাবনাকে নাকচ করে দেয়া যায় না। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বুধবারের ঐ বিস্ফোরণে বাসটি গড়িয়ে একটি নদীতে পড়ে যায়

পাকিস্তান বৃহস্পতিবার বলে যে বুধবারের বাস ভেঙ্গে পড়ার ঘটনার প্রাথমিক তদন্তে বিস্ফোরকের নমুনা পাওয়া গেছে। ঐ ঘটনায় নয় জন চীনা কর্মীসহ ১৩ জন প্রাণ হারায়। পাকিস্তান বলছে এই দুর্ঘটনার কারণ হিসেবে সন্ত্রাসী হামলার সম্ভাবনাকে নাকচ করে দেয়া যায় না। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বুধবারের ঐ বিস্ফোরণে বাসটি গড়িয়ে একটি নদীতে পড়ে যায় । বেইজিং প্রথমে বলেছিল এটি বোমা হামলা কিন্তু পরে তারা বলে যে তারা এ ব্যাপারে পাকিস্তানে একটি তদন্তকারী দল পাঠাবে। পাকিস্তানও গোড়াতে এটিকে যান্ত্রিক ত্রুটি বলেছিল কিন্তু আজ বৃহষ্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইট করে জানান, “প্রাথমিক তদন্তে এখন বিস্ফোরকের নমুনা পাওয়া গেছে। সন্ত্রাবাদের সম্ভাবনা নাকচ করে দেয়া যায় না"। চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং অতীতেও পাকিস্তানের সরকার বিরোধী জঙ্গিরা চীনা প্রকল্পের উপর হামলা চালিয়েছে।

বাসে নিহত চীনা কর্মীরা দাসু জলবিদ্যুত্‌ প্রকল্পে কাজ করছিল যা কীনা চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরেরই অংশ। (রয়টার্স)

XS
SM
MD
LG