নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য আফগানিস্তানের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল রবিবার প্রতিবেশী দেশ পাকিস্তান সফর করেন।
আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আটমার প্রতিনিধি দলে নেতৃত্ব দেন। ওই প্রতিনিধি দলে ছিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধান সহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতাদের সঙ্গে তারা বৈঠক করেন।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের জানজুয়ার সঙ্গে সাক্ষাতের পর, প্রতিনিধি দল, পাকিস্তানের সামরিক প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে অতি গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হন।
বৈঠকের পর পাকিস্তানের সেনা বাহিনীর সংযোগ বিভাগের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সমাপ্ত APAPPS বা শান্তি ও স্থিতিশীলতার জন্য আফগানিস্তান পাকিস্তান অ্যাকশান প্ল্যান কার্যকর করার ব্যাপারে আলোচনায় দৃষ্টি দেওয়া হয়।