পাকিস্তানের সেনাপ্রধান বলছেন, আমেরিকার উচিত পাকিস্তানের উপজাতীয় এলাকায় জঙ্গী মুকাবিলায় চাপ সৃষ্টির পরিবর্তে আফগানিস্তানের দিকে নজর দেয়া। জেনারেল আশফাক কায়ানি বর্তমান সেনা অভিযান নিয়ে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির কাছে ঐ মন্তব্য করেন। সেখানে উপস্থিত সাংসদরা বলেন, মি কায়ানি তাদের বলেছেন, সমস্যা পাকিস্তানে নয়, আফগানিস্তানে। আমেরিকা পাকিস্তানে জঙ্গীদের ওপর সেনা অভিযান চালাতে চাপ দিচ্ছে।