অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত: ২৫জন নিহত


পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলামপন্থী দলের এক গাড়ী বহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত এবং আরও অন্তত ৪০ জন আহত হয়েছে। যারা ঐ আক্রমণের শিকার হয়েছেন তাদের বেশীর ভাগই ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল জামিয়াত উলেমা-ই ইসলামের কর্মী।

পুলিশ জানিয়েছে, শুক্রবার, প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৫০ কিলোমিটার দূরে মাষ্টুং শহরে আক্রমণের ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটের ডেপুটি চেয়ারম্যান আব্দুল গফুর হাইদারীকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছিল। ঐ হামলায় হাইদারী আহত হয়েছেন, তবে তার গাড়ীর চালক এবং তার সফর সঙ্গী সেনেটের এক উর্দ্ধতন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

বালুচিস্তানের মারাত্মক ঐ আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি। পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ হচ্ছে বালুচিস্তান এবং বেশ কিছু জঙ্গি সংগঠন সেখানে তৎপর। বালুচ জাতিগোষ্ঠীর বিদ্রোহীরা প্রায়ই সরকারের সংগে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ওপরে আক্রমণ চালিয়ে থাকে।

ইসলামিক নেতা পরে সংবাদিকাদের জানান, তিনি একটি মাদ্রাসার সমাবর্তন অনুষ্ঠান শেষ করে গাড়ীতে ওঠার প্রায় সংগে সংগেই তার গাড়ি লক্ষ্য করে হামলা হয়।

XS
SM
MD
LG