অ্যাকসেসিবিলিটি লিংক

ভুট্টো হত্যার মামলায় দুই পাকিস্তানি পুলিশ অফিসারকে কারাদন্ড দেওয়া হয়


FILE - Supporters of Pakistan's slain leader Benazir Bhutto take part in a memorial in Lahore, Pakistan, Dec. 27, 2015.
FILE - Supporters of Pakistan's slain leader Benazir Bhutto take part in a memorial in Lahore, Pakistan, Dec. 27, 2015.

২০০৭ সালে আততায়ীর গুলিতে, পাকিস্তানের সাবেক প্রধান মন্ত্রী বেনাজির ভুট্টো নিহত হন। তাকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে, দুই পুলিশ অফিসারকে ১৭ বছরের কারাদন্ড দেওয়া হয়।

প্রায় এক দশক ধরে ভুট্টো হত্যার মামলা চলছে। এই দুই পুলিশ অফিসারই প্রথম দোষী সাব্যস্ত হলো ও সাজা পেলো।

রাওয়ালপিন্ডিতে সন্ত্রাস দমন আদালতে বিচারক ঘোষণা করেছেন যে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ একজন “পলাতক” এবং তার সহায় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।

১৯৯৯ সালে মোশাররফ সামরিক অভ্যুথ্থানে ক্ষমতা নেন এবং বেনাজির ভুট্টো যখন আততায়ীর হাতে নিহত হন তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন।

XS
SM
MD
LG