অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে


পাকিস্তানে গত কয়েকদিন ধরে অত্যন্ত উঁচু হারে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাকিস্তানে নতুন করে লকডাউন আরোপ করতে বলছে। পাকিস্তানের বৃহত্তম প্রদেশ পাঞ্জাবের স্বাস্থ্য কর্তৃপক্ষকে লেখা এক চিঠিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি পালিথা মহিপাল দু সপ্তা দু সপ্তা করে লকডাউন আরোপ করার এবং তার করোনাভাইরাস পরীক্ষার ক্ষমতা প্রতিদিন পঞ্চাশ হাজারে উন্নীত করার পরামর্শ দিয়েছেন। পাকিস্তানে কভিড ১৯ এ মোট সংক্রমিত রোগির সংখ্যা এক লক্ষ তেরো হাজার সাত শ ‘ দু জন এবং সেখানে মৃতের সংখ্যা ২১০০ ছাড়িয়ে গেছে। গতকাল রেকর্ড সংখ্যক ১০৫ জন মারা গেছে। মহিপাল বলছেন যে মে মাসের গোড়ার দিকে পাকিস্তানের বহু প্রদেশেই কোয়ারিান্টিন বিধিনিষেধ শিথিল করার পর সনাক্ত সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে।

প্রধানমন্ত্রী ইমরান খান গোটা দেশে কঠোর লকডাউন আরোপ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলছেন এর ফলে অর্থনীতিতে, বিশেষত গরিবদের উপর এর মারাত্মক প্রতিক্রিয়া হবে। এ দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ বলছে যে তারা চীনের ঊহান শহরে তাদের কনসুলার দপ্তরের কাজ আবার শুরু করবে। জানুয়ারি মাসে চীন সরকার সেখানে সংক্রমণ রোধের জন্য লক ডাউন আরোপ করার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কনসুলেটে কর্মরত লোকজন এবং তাদের পরিবারদের সরিয়ে নেয়। ড অ্যান্টনি ফাউচি কভিড ১৯ কে সব চেয়ে খারাপ এক দুঃস্বপ্ন বলে বর্ণনা করে বলেছেন বিশ্বব্যাপী এই রোগটি বিস্ময়কর গতিতে ছড়িয়েছে। এ দিকে ব্রাজিলের সুপ্রিম কোর্ট করোনাভাইরাস সংক্রান্ত তথ্য জনগণের জন্য প্রকাশ করার আদেশ দেয়ার পর, এখন আবার তারা তাদের সরকারি ওয়েব সাইটে এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করছে। যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলে এই রোগ সংক্রমণের সংখ্যা সর্বোচ্চ । আর মৃত্যুর দিক থেকে ব্রাজিল হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পর , তৃতীয় স্থানে।

XS
SM
MD
LG