প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রীর রক্ষনশীল দল পাকিস্তান মুসলিম লীগ ভোট গণনায় অনেক এগিয়ে আছে। এই গুরুত্বপূর্ণ নির্বাচনের ভোট আজ রোববারও গুণে দেখা হচ্ছে। ভোটগ্রহণ কিছুটা ব্যাহত হয়েছে তালিবানের উস্কানীমূলক কার্যকালাপের কারণে।
বেসরকারী ফলাফলে , সেখানকার রাষ্ট্র পরিচালিত টেলিভিশন হিসেবে করেছে যে মি শরীফের দল সরকার গঠনের জন্যে পর্যাপ্ত ভোট পেয়েছে এবং সরাসরি সরকার পরিচলনার জন্যে সংখ্যা গরিষ্ঠতা অর্জনের কাছাকাছি রয়েছে। নাওয়াজ শরীফ আশা করছেন যে তিনি কারও সঙ্গে জোট না বেধেই সরকার গঠন করতে সক্ষম হবেন । সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন যে গোটা জাতি তথা পাকিস্তানের ১৮ কোটি জনগণের জন্যে এই জঘন্য লোডশেডিং , বেকারত্ব , দারিদ্র এবং জিনিষপত্রের উচ্চমূল্য এ সব কিছু শেষ করতে তিনি প্রতিজ্ঞ।
নিহত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পরিবারের দল পাকিস্তান পিপলস পার্টি দ্বিতীয় স্থানে রয়েছে । নাটকীয় ভাবেই , সাবেক ক্রিকেট খেলোয়াড় ইমরান খানের তেহরিকে ইনসাফ দলটি সামগ্রিক ভাবে তৃতীয় স্থানে রয়েছে এবং অনুমান করা হচ্ছে যে আফগান সীমান্ত সংলগ্ন গুরুত্বপূর্ণ খাইবার পাখতুনখোয়া প্রদেশটির নিয়ন্ত্রণ ভার এই দলটি নিতে পারে। । কর্মকর্তারা বলছেন যে শনিবারের নির্বাচনের ভোট দিয়েছেন ৬০ শতাংশ। যদিও নির্বাচনের আগে সহিংসতা হয়েছে প্রচুর এবং নির্বাচনের দিনই কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আজ এক ভিডিও বার্তায় ইমরান খান বিপুল সংখ্যক ভোটদানকে গণতন্ত্রের দিকে অগ্রযাত্রা বলে অভিহিত করেন্ তবে বলেন যে তার দল , তার কথায় ভোট কারচুপির ব্যাপারে একটি রিপোর্ট দাখিল করবে। তবে ইসলামাবাদে একজন পর্যবেক্ষকের মন্তব্য ছিল যে ভোটদাতারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন এবং ইসলামাবাদে যে স্কুলে তিনি ভোটগ্রহণ দেখছেন সেখানে গোটা প্রক্রিয়াটি খুব সহজেই সম্পন্ন হয়েছে।
.
বেসরকারী ফলাফলে , সেখানকার রাষ্ট্র পরিচালিত টেলিভিশন হিসেবে করেছে যে মি শরীফের দল সরকার গঠনের জন্যে পর্যাপ্ত ভোট পেয়েছে এবং সরাসরি সরকার পরিচলনার জন্যে সংখ্যা গরিষ্ঠতা অর্জনের কাছাকাছি রয়েছে। নাওয়াজ শরীফ আশা করছেন যে তিনি কারও সঙ্গে জোট না বেধেই সরকার গঠন করতে সক্ষম হবেন । সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন যে গোটা জাতি তথা পাকিস্তানের ১৮ কোটি জনগণের জন্যে এই জঘন্য লোডশেডিং , বেকারত্ব , দারিদ্র এবং জিনিষপত্রের উচ্চমূল্য এ সব কিছু শেষ করতে তিনি প্রতিজ্ঞ।
নিহত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পরিবারের দল পাকিস্তান পিপলস পার্টি দ্বিতীয় স্থানে রয়েছে । নাটকীয় ভাবেই , সাবেক ক্রিকেট খেলোয়াড় ইমরান খানের তেহরিকে ইনসাফ দলটি সামগ্রিক ভাবে তৃতীয় স্থানে রয়েছে এবং অনুমান করা হচ্ছে যে আফগান সীমান্ত সংলগ্ন গুরুত্বপূর্ণ খাইবার পাখতুনখোয়া প্রদেশটির নিয়ন্ত্রণ ভার এই দলটি নিতে পারে। । কর্মকর্তারা বলছেন যে শনিবারের নির্বাচনের ভোট দিয়েছেন ৬০ শতাংশ। যদিও নির্বাচনের আগে সহিংসতা হয়েছে প্রচুর এবং নির্বাচনের দিনই কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আজ এক ভিডিও বার্তায় ইমরান খান বিপুল সংখ্যক ভোটদানকে গণতন্ত্রের দিকে অগ্রযাত্রা বলে অভিহিত করেন্ তবে বলেন যে তার দল , তার কথায় ভোট কারচুপির ব্যাপারে একটি রিপোর্ট দাখিল করবে। তবে ইসলামাবাদে একজন পর্যবেক্ষকের মন্তব্য ছিল যে ভোটদাতারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন এবং ইসলামাবাদে যে স্কুলে তিনি ভোটগ্রহণ দেখছেন সেখানে গোটা প্রক্রিয়াটি খুব সহজেই সম্পন্ন হয়েছে।
.