অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ বলছে ৮০ বছরের ভেতর এমন মারাত্মক বন্যা পাকিস্তানে আর কখনো হয়নি


জাতিসংঘ বলছে ৮০ বছরের ভেতর এমন মারাত্মক বন্যা পাকিস্তানে আর কখনো হয়নি। এতে অন্তত ১৫০০ লোক প্রাণ হারিয়েছে। এ বন্যায় ৩২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আবার নতুন দফায় বন্যার পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আরো ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিচ্ছে। জাতিসংঘ শিশূ তহবিল বলছে ১০ লক্ষেরও বেশি শিশুর এখন অবিলম্বে জরূরী সাহায্যের প্রয়োজন। বিশ্ব খাদ্য কর্মসূচীর মূখপাত্র এমিলিয়া ক্যাসেলা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন সর্ব সাম্প্রতিক মূল্যায়ন থেকে দেখা যাচ্ছে পাকিস্তানে আঠারো লক্ষ বন্যা কবলিতের এখন জরূরী ভিত্তিতে খাদ্য সহায়তার দরকার।

ইউনিসেফ বলছে খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের ভীষণ প্রয়োজন। ইতিমধ্যে ডায়ারিয়া ও কলেরার প্রাদূর্ভাবেরও আশংকা দেখা দিয়েছে।

ইতিমধ্যে নতুন দফায় বন্যার আশংকা দেখা দিচ্ছে বলে হূঁশিয়ারী সংকেত জারী করা হয়েছে। অঝোরধারার প্রবল বর্ষণ লাগাতার চলছে।

পাকিস্তানের বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সমবেদনা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানার কাছে এক বার্তা পাঠিয়েছেন বলে জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমীর খসরূ।

XS
SM
MD
LG