অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে ৩০ লক্ষেরও বেশি মানুষ খাদ্য এবং নিরাপদ পানির অভাবের সম্মুখীন


পাকিস্তানে ৩০ লক্ষেরও বেশি মানুষ খাদ্য এবং নিরাপদ পানির অভাবের সম্মুখীন
পাকিস্তানে ৩০ লক্ষেরও বেশি মানুষ খাদ্য এবং নিরাপদ পানির অভাবের সম্মুখীন

পাকিস্তানের দক্ষিণে সবচেয়ে জনবহুল এলাকা বপর্যয়কারি বন্যায় ডুবে গেলে সেখানকার লোকজন এলাকা ছেড়ে চলে যাচ্ছে।

পাঞ্জাবের কেন্দ্রাঞ্চল এবং সিন্ধু প্রদেশের দক্ষিনাঞ্চল থেকে লোকজনদের সরিয়ে নেওয়ার কাজে সেনাবাহিনী সাহায্য করছে। ওদিকে বর্ষার বৃষ্টি শিগগীরই থামবে না বলে ধারনা করা হচ্ছে।

বন্যার পানিতে ইতোমধ্যেই উত্তরপশ্চিমের এলাকা বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। ৩০ লক্ষেরও বেশি মানুষের বাড়িঘর ও শস্যের ক্ষতি হয়েছে, তারা খাদ্য এবং নিরাপদ পানির অভাবের সম্মুখীন।

বন্যায় দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

কর্মকর্তারা বলছেন আজ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি বাস একটি নদীতে পড়ে গেলে ২০ জনেরও বেশি লোক নিহত হয়।

জাতিসংঘের মহাসচীব বানকি মুন তার বিশেষ দূত জঁ মেরি রিপার্টকে পাকিস্তানে পাঠিয়েছেন, তিনি বন্যা ত্রান উদ্যোগে জাতিসংঘের টিমের সংগে যোগ দেবেন।

বন্যাকবলিত বাসিন্দাদের মতে, সরকারের ধীরগতির জন্যে পাকিস্তানী নেতারা ক্রমবর্ধমান ক্রোধের মুখে পড়ছেন। অনেকেই প্রেসিডেন্ট আসিফ আলি জারদারীর ইউরোপ সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে প্রশ্ন করছেন।

XS
SM
MD
LG