অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের প্রধানমন্ত্রী আস্থা ভোটে জয়ী হলেন


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সে দেশের দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের নিম্ন কক্ষ জাতীয় পরিষদে একটি বিশেষ অধিবেশনে আস্থা ভোট অর্জন করতে সক্ষম হয়েছেন, তবে বিরোধীরা ঐ অধিবেশন বর্জন করেছে। সংসদের উচ্চ কক্ষ সেনেটের একটি গুরুত্বপূর্ণ ভোটে তাঁর অর্থমন্ত্রী অপ্রত্যাশিত ভাবে পরাজিত হবার পর খান নিজেই সংসদের আস্থা অর্জন করতে চাইলেন। আজ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার এই ফলাফল ঘোষণা করে জানান যে, প্রধানমন্ত্রী ১৭৮ টি ভোট পেয়েছেন যা ৩৪২ সদস্য বিশিষ্ট সংসদে ১৭২ টি ভোট পেয়ে আস্থা অর্জন করার চেয়ে বেশি। কাজেই তিনি বলেন, “অতএব জনাব ইমরান খান জাতীয় পরিষদে আস্থা ভোট লাভ করলেন এবং অধিকাংশ সদস্যের আস্থাভাজন হয়েছেন। ইমরান খান পরে বিধায়কদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং তাঁর উপর আবার আস্থা প্রদর্শনের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।

জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি তাঁর ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের কিছু বিধায়কের বিরুদ্ধে অভিযোগ আনেন যে, বুধবারে সেনেটের গোপন ভোটের সময়ে বিরোধীরা তাদের ঘুষ দিয়েছিল। প্রধানমন্ত্রী এ ধরণের দুর্নীতিগ্রস্ত আচরণ বন্ধ করতে এবং আগামি নির্বাচনের স্বচ্ছতার জন্য ইলেক্ট্রনিক মেশিন চালু করে নির্বাচনী সংস্কার আনার ব্যাপারে তাঁর প্রত্যয় ব্যক্ত করেন।

XS
SM
MD
LG