গত সপ্তাহের স্কুল হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে পাকিস্তানের কর্তৃপক্ষ কয়েকজনকে গ্রেফতার করেছে। ঐ হামলায় স্কুলের ছাত্র-শিক্ষকসহ প্রায় ১৫০জন প্রাণ হারায়।
স্বরাষ্ট্রমন্ত্রী চৌধ্রী নিসার আলি খান বলেছেন, যাদের গ্রেফতার করা হয়েছে, তারা পেশাওয়ারের সামরিক বাহিনী পরিচালিত স্কুলে কয়েক ঘন্টা ধরে যে নৃশংস হামলা চালানো হয় তার প্রক্রিয়ায় জড়িত ছিল, তারা সাহায্য সহযোগিতা প্রদান করেছে।
তিনি কজনকে গ্রেফতার করা হয়েছে, বা তাদের পরিচয় সম্পর্কে কোন বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
তালিবান বন্দুকধারীধের বিস্ফোরক পরনে ছিল, যখন তারা ১৬ই ডিসেম্বর ঐ স্কুল স্থাপনায় প্রবেশ করে। এরপর তারা নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সবার ওপর এলোপাথারি গুলি চালায়।
মিঃ খান আরো বলেছেন, সরকারের কাছে তথ্য আছে, এই সন্ত্রাসীরা এরকম দ্বিতীয় আরেকটি হামলার পরিকল্পনা করছে।