অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে কথিত ইসলামিক স্টেটপন্থি শীর্ষ নেতা নিহত


n.
n.

পাকিস্তানি কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা বাহিনী কথিত ইসলামিক স্টেট পন্থি একজন শীর্ষ জঙ্গি কমান্ডারকে তাড়া করে হত্যা করেছে। শতাধিক শিয়া মুসলিম এবং পুলিশের লোকজনদের হত্যা করার জন্য এই লোকটিকে খোঁজা হচ্ছিল।

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে গোপন খবর পেয়ে রাতের বেলার এই অভিযানে দু জন আত্মঘাতি আফগান বোমাবাজকেও হত্যা করা হয়েছে এবং সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী নিরাপত্তা বাহিনী একজন আহত সন্ত্রাসীকেও আটক করেছে। ঐ বিবৃতিতে আরো বলা হয় যে তুমুল বন্দুক যুদ্ধে সেনাবাহিনীর একজন গোয়েন্দা কর্মকর্তা প্রাণ হারায় এবং চারজন সৈন্য আহত হয় , যাদের মধ্যে দু জনের অবস্থা গুরুতর।

পাকিস্তানি সামরিক বাহিনী নিহত ঐ উগ্রবাদি কমান্ডারকে সালমান বাদেনি বলে চিহ্ণিত করে এবং বলে যে সে ঐ প্রদেশে নিষিদ্ধ সুন্নি জঙ্গি গোষ্ঠি লাশকার-এ- জাংভির নের্তৃত্বে ছিল।

মনে করা হয় যে মধ্যপ্রাচ্য ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠি আ্‌ই এস তিন বছর আগে আফগানিস্তান-পাকিস্তান অঞ্চলে তার উগ্রবাদী কর্মকান্ড শুরু করার পর থেকে এই গোষ্ঠি লাশকার-এ- জাংভি , আই এস এর সঙ্গে সম্পৃক্ত হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তারা বাদেনিকে হত্যা এবং তার দলকে খুঁজে বের করাকে তাঁদের বড় রকমের সাফল্য বলে দাবি করেছেন এবং বলছেন যে তারা বেছে বেছে নিরপরাধ হাজারা শিয়া সম্প্রদায়ের লোকজন এবং পুলিশকে হত্যার সঙ্গে যুক্ত ছিল। সামরিক বাহিনী গতকালের ঐ অভিযানকালে বাদেনির গুলিবিদ্ধ দেহাবেশেষ, গোলাগুলি এবং বোমা বানানোর সাজসরঞ্জামের ছবি প্রকাশ করেছে।

XS
SM
MD
LG