অ্যাকসেসিবিলিটি লিংক

আহমেদিয়া সম্প্রদায়কে নিয়ে লেখা বই বিক্রির দায়ে পাঁচ বছর মেয়াদে জেল খাটছেন আব্দুস শাকুর


শীর্ণ একখানি হাত দিয়ে বর্ষিয়ান এক মহিলা ওড়নার একটা অংশ টেনে ধরলেন মুখের ওপর- এভাবেই পুরুষদের সামনে সলজ্জ মুখখানি ঢেকে এসেছেন ইনি বছরের পর বছরের পর্দানশিন সমাজ ব্যবস্থায়।বিয়ে হয়েছিলো সেই কবে ৫৩ বছর আগে। অশিতিপর স্বামী আব্দুস শকুর এখন জেলখানায়- নিষিদ্ধ বই বিক্রির দায়ে অভিযুক্ত হয়ে পাঁচ বছর মেয়াদে জেলে গিয়েছেন তিনি। নাঈমা বলেন- সরকারী বিজ্ঞপ্তি পেয়েই উনি নিষিদ্ধ বইগুলো বইঘরের শেলফ থেকে সরিয়ে ফেলেছিলেন।বইগুলো তাঁদের আহমেদিয়া সম্প্রদায়ের বিষয়াদি নিয়ে লেখা। নাঈমা-শাকুর পাকিস্তানের আহমেদিয়া সম্প্রদায়ের সদস্য। শাকুরের ছোট্র ঐ বইঘরে বইয়ের সঙ্গে তাঁরা বিক্রি করেন চশমাও পানজাব প্রদেশের ঐ শহরটায়।

XS
SM
MD
LG