অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে বিধ্বস্থ বিমানের ৪৭ জন যাত্রীর মৃত দেহ উদ্ধার


পাকিস্তানের একটি বিমান ৪৭ জন যাত্রী নিয়ে দেশটির উত্তরাঞ্চলের শহর চিত্রাল থেকে ইসলামাবাদ যাবার পথে বুধবার বিধ্বস্ত হয়েছে। বিমানটির সব যাত্রীই মারা গেছেন।

রাষ্ট্র পরিচালিত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস বা পিআইএ এর বিমানটি (এটিআর-৪২) হাভেলিয়ান শহরের কাছে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা ও প্রাদেশিক পুলিশ বলেছে, বিমানটি পড়ে যাওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ৪২জন যাত্রী এবং ৫জন ক্রু ছিলেন। সবার মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

পিআইএ চেয়ারম্যান আজম সেহগাল বলেন, বিমানটি রাডার থেকে অদৃশ্য হবার আগে, বিমানের চালক কন্ট্রোল টাওয়ারে জানিয়েছিলেন যে, বিমানের একটি ইঞ্জিন নিষ্ক্রিয় হয়ে যায়। পিআইএ চেয়ারম্যান আরো জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে।

XS
SM
MD
LG