অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে এখন নির্বাচন পূর্ব তত্বাবধায়ক সরকার গঠন নিয়ে নিস্পত্তি আলোচনা চলছে



পাকিস্তানে এই প্রথম একটি অসামরিক সরকার তার শাসন পরিচালনার নির্ধারিত মেয়াদ পুরোপুরি সম্পন্ন করতে পারলো এবং তারই প্রেক্ষিতে এখন সংসদ বিলুপ্ত করে তত্বাবধায়ক সরকারের অধিনে পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে । সদ্য সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেয আশরাফ এখন নির্বাহি কর্তা রূপে সাময়িকভাবে শাসন পরিচালনা করছেন , ইতিমধ্যে তত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নিস্পত্তি আলোচনা চলছে – বলা হচ্ছে , আসন্ন এই নির্বাচনের মধ্যে দিয়ে নতুন অসামরিক সরকার যদি নির্বিঘ্নে ক্ষমতায় আসতে পারে তাহলে পাকিস্তানে , অসামরিক একটি সরকারের কাছ থেকে অসামরিক আরেকটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আরেক ইতিহাস রচিত হবে , সাতচল্লিশ উত্তর পাকিস্তানের রাজনীতিতে । বিষয়টি নিয়ে আমরা কথা বলি করাচী নিবাসী রাজনৈতিক ভাস্যকার-সংবাদ বিশ্লেষক মাসকাওয়াত আহসানের সঙ্গে । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দিন ।pakistan pol
please wait
Embed

No media source currently available

0:00 0:04:58 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG