অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে মহিলা পোলিও টিকা দলের ওপর বন্দুকবাজদের গুলিতে এক মহিলা নিহত


পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা বলছেন –পোলিও টিকাদানকারী এক মহিলা দলের ওপর বন্দুকবাজেরা গুলি চালালে তাতে এক মহিলা নিহত হয়েছেন – আহত হয়েছেন আরেকজন । ঐ মহিলাদের ওপর এ বন্দুক হামলা হয় আজকেই , মঙ্গলবার পেশোয়ারের উপকণ্ঠের ঐ কাগাওয়ালা গ্রামে । ওখানে তিন দিন ধরে যে টিকাদান অভিযান চলবার কথা তার প্রথম দিনেই এ হামলা হয় বলে ফরাসী বার্তা সংস্থার খবরে প্রকাশ । এখনো অব্দি কোনো পক্ষ থেকেই এর দায় দায়িত্ব দাবী করা হয় নি । আগে অবশ্য তালেবানদের পক্ষ থেকে এ টিকাদান অভিযানকে গুপ্তচরবৃত্তির গোপন আচ্ছাদন বলে ধিক্কার ব্যক্ত করা হয়েছিলো ।
একটানা কয়েক বারের হামলায় কমসে কম আট ব্যক্তির প্রাণ বিনাশ হবার পর গত বছর বিশ্ব স্বাস্থ সংস্থা পাকিস্তানে পোলিওর টিকাদান অভিযান বন্ধ করে দিয়েছিলো । আফগানিস্তান , পাকিস্তান ও নাইজিরিয়া – এই তিনটি দেশেই এখনো অব্দি পোলিওর প্রাদূর্ভাব দেখতে পাওয়া যায় ।
XS
SM
MD
LG