অ্যাকসেসিবিলিটি লিংক

সুপ্রিম কোর্টের আদেশে নাওয়াজ শরিফের পদত্যাগ


পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে শিঘ্রী তার পদত্যাগের আদেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আদালতের রায়ের ব্যাপারে তাঁর প্রচণ্ড সন্দেহ থাকা সত্বেও আদালতের আদেশের পরপরই শরিফ ঐ রায় মেনে নিয়েছেন।

দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফ পদত্যাগ করলেন।

ঐ রায়ে বলা হয়েছে শরিফ বিদেশে তার সম্পদের বিষয়ে ২০১৩ সালের নির্বাচনে তার মনোনয়ন পত্রে তথ্য প্রকাশে ব্যর্থ হয়েছেন এবং তিনি হলফ নামায় সঠিক ঘোষণা দেননি। আদালত বলছেন, শরিফ অসৎ ব্যক্তি এবং তিনি এ পদের অযোগ্য। ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের প্রেসিডেন্টকে গণতান্ত্রিক ধারা বজায় রেখে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছে।

আইন অনুযায়ী শরিফের মন্ত্রী পরিষদ ভেঙ্গে দেওয়া হয়েছে এবং এখন প্রেসিডেন্টকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের করার কথা বলা হবে।

XS
SM
MD
LG