অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান সোমবার ৩০ লক্ষ ডোজ মোডেরনা ভ্যাকসিন পেয়েছে


পাকিস্তানে মোডেরনা ভ্যাকসিন পৌঁছানোর ফাইল ছবি-সৌজন্যে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর টুইটার
পাকিস্তানে মোডেরনা ভ্যাকসিন পৌঁছানোর ফাইল ছবি-সৌজন্যে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর টুইটার

ইউনিসেফ বলছে,পাকিস্তান জাতিসংঘ সমর্থিত কোভাক্স কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র থেকে সোমবার আরো ৩০ লক্ষ ডোজ মডার্না ভ্যাকসিনের চালানটি পেয়েছেI

ইউনিসেফ, পাকিস্তানে সর্বশেষ ভ্যাকসিন সরবরাহের খবরটি টুইটারের মাধ্যমে জানায়। এর ফলে কোভাক্স কর্মসূচির আওতায় পাকিস্তানে টিকা সরবরাহের পরিমাণ দাঁড়ালো ৮০ লক্ষে Iএ মাসের প্রথম দিকে পাকিস্তান বিশ্ব ভ্যাকসিন উদ্যোগের মাধ্যমে ২ লক্ষ ৫০ হাজার মডার্না ভ্যাকসিন পেয়েছিলো I

সরকারি হিসাব অনুযায়ী গত মাসে পাকিস্তানে করোনা রোগে আক্রান্তদের সংখ্যা ২ থেকে ৭ শতাংশে বৃদ্ধি পায়I পাকিস্তানে এ যাবৎ ১০,০৮,৪৪৬ জন সংক্রমিত হয়েছেন এবং ২৩,০৪৮ জনের মৃত্যু হয়েছেI

(এপি)

XS
SM
MD
LG