অ্যাকসেসিবিলিটি লিংক

একতরফা ভাবেই আফগান সীমান্ত বরাবর বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিল পাকিস্তান


পাকিস্তান বলছে যে তারা মনে করে আফগানিস্তানের সঙ্গে তাদের সীমান্ত বরাবর বেড়া নির্মাণ করাটা জরুরি কারণ কাবুল কর্তৃপক্ষের তরফ থেকে তারা কোন সহযোগিতা পাচ্ছে না। ঐ সীমান্ত অঞ্চল দীর্ঘ দিন ধরে অস্থিতিশীলতার উৎস হয়ে রয়েছে কারণ জঙ্গি গোষ্ঠিগুলো , সন্ত্রাসী এবং চোরাচালানকারীরা ঐ পার্বত্য অঞ্চলকে লুকিয়ে থাকার জন্য ব্যবহার করে।

পাকিস্তান বলছে এখন সে ঐ অঞ্চলে নিরাপত্তা বাড়িয়ে তুলতে এবং পাকিস্তানে বসবাসরত লক্ষ লক্ষ আফগান শরনার্থির প্রতি নজরদারির জন্য এক তরফা ভাবেই নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তুলছে।

আফগানিস্তান সীমান্তে এই বেড়া দেয়ার বিষয়ে বিরোধীতা করছে কারণ ঐ সীমারেখা নিয়েই তাদের আপত্তি যা কীনা ভারতীয় উপমহাদেশের সাবেক ব্রিটিশ শাসকরা ঠিক করে গেছে। আফগান নেতারা তালিবান বিদ্রোহী এবং তাদের ভয়ংকর মিত্র হাক্কানি নেটোয়ার্কর আফগানিস্তানে বিদ্রোহ জিইয়ে রাখার জন্যে পাকিস্তানের সামরিক বাহিনী এবং তাদের সামরিক গোয়েন্দা সংস্থা আই এস আইকে দায়ী করছেন।

এই সব অভিযোগ দুটি দেশের মধ্যকার সম্পর্কে চিড় ধরিয়েছে এবং ইসলামাআদ সরকার এখন যে সীমান্তে বেড়া দেয়ার কথা বলছে , তাতে উত্তজনা আর ও বেড়ে গেছে।

XS
SM
MD
LG