অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সরবরাহ পথ বন্ধ করার চিন্তা করছে পাকিস্তান।


পাকিস্তান সম্প্রতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের টান টান সম্পর্কের বিষয়ে তারা নতুন করে মূল্যায়ন করছে।এর ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রের ব্যবহার করা সরবরাহ পথটি পাকিস্তান বন্ধ করে দিতে পারে। ন্যাটো মিত্রগুলোর সাথে এমেরিকান সৈন্যরা সেখানে পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে। আন্তর্জাতিক বাহিনীগুলো পাকিস্তানের পথ ব্যবহার করে থাকে আফগানিস্তানে যুদ্ধরত সৈন্যদের বিভিন্ন সরঞ্জমাদি সরবরাহের ক্ষেত্রে। এর আগে ২০১১ সালে পাকিস্তান এই পথটি বন্ধ করেছিল যখন দুর্ঘটনাবশত যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বেশ কিছু পাকিস্তানী সৈন্য নিহত হয়।পররাষ্ট্রমন্ত্রী (Khurram Dastgir Khan) খুররাম দস্তগির খান ভয়েস অফ এমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান।প্যারিস ভিত্তিক একটি টাস্ক ফোরস ফেব্রুয়ারী মাসে পাকিস্তানকে তাদের কথিত ‘গ্রে তালিকা’ তে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।এই তালিকাতে সেইসব দেশের নাম রয়েছে যারা সন্ত্রাস দমনে যথাযথ ভূমিকা রাখছেনা। বলা হচ্ছে এই পদক্ষেপ নেয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্প যখন তালিবান এবং অন্যান্য সন্ত্রাসী বাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য পাকিস্তানের ওপর চাপ প্রয়োগের কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী খুররাম দস্তগির খান বলেন দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় উচ্চ পর্যায়ে কোনও বৈঠক হচ্ছেনা।তিনি ট্রাম্প প্রশাসনকে দায়ী করেন এবং বলেন পাকিস্তানের কোনও মন্তব্য না শুনে বরং সমালোচনা করা হচ্ছে।মে মাসে কিছু সংখ্যক কূটনীতিকদের ওয়াশিংটনের ৪০ কিলোমিটার বাইরে যেতে নিষেধ করা হয়।পররাষ্ট্রমন্ত্রী জানান সম্পর্কের অবনতির পরেও যোগাযোগের জন্য পাকিস্তান তাদের আকাশ এবং সড়ক পথ যুক্তরাষ্ট্রের এবং জোট ভুক্ত জাতিদের জন্য খোলা রেখেছে।

XS
SM
MD
LG