পাকিস্তান কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছেন যে দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে এক সুফি মাজারে যে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে যে মারাত্মক হামলা চালানো হয়ে ছিল তার সংগে জড়িত প্রধান সন্দেহ ভাজন এক ইসলামিক ষ্টেট জঙ্গিকে তারা আটক করেছে।
ফেব্রুয়ারি মাসে, প্রত্যন্ত এলাকার শেভান নামের এক গ্রামে যে প্রাণঘাতী আক্রমণ হয়েছিল, সেই ঘটনায় ৯০জন নিহত হয় এবং আহত হয়েছিল আরও অন্তত ১৫০জন। সিরিয়া ভিত্তিক আইএস যা দাইশ নামে পরিচিত তারাই ঐ আক্রমণের পরিকল্পনা করে এবং হামলারও দায়িত্ব স্বীকার করেছে।
করাচীর সন্ত্রাস বিরোধী বিভাগের কর্মকর্তারা সন্দেহ ভাজন ঐ ব্যক্তিকে নাদির আলী বলে সনাক্ত করেছেন তবে তারা খুব সামান্যই তথ্য প্রদান করেছেন। শীর্ষ স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, মাঙ্গোপীর এলাকায় সামরিক তৎপরতা চালানোর সময় তারা অস্ত্র এবং বিস্ফোরক পেয়েছেন। তিনি আরও বলেন, দেশে নিরাপত্তা অভিযান অব্যাহত থাকার দরুন ইসলামিক স্টেট জঙ্গিরা সেখানে বেশী সুবিধে করতে পারছে না এবং সীমান্ত পার হয়ে আফগানিস্তানে পালিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় নিচ্ছে।