অ্যাকসেসিবিলিটি লিংক

ড্রোন বিমান হামলায় পাকিস্তানে যুদ্ধবাজ দলনেতা নিহত


পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন আফগানিস্তানের সীমান্ত বরাবর উপজাতীয় এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন বিমান হামলায় অন্তত ৮ ব্যাক্তি নিহত হয়। মৃতদের মধ্যে আছেন, দক্ষিণ ওয়াজিরিস্তানের শীর্ষ এক উগ্রবাদী কম্যান্ডার মৌলভী নাজির

বৃহস্পতিবার কর্মকর্তারা বলেন বুধবার রাতে আঙ্গুর আড্ডা গ্রামে এক আক্রমণের সময়, যে কয়েকজন সন্দেহভাজন চরমপন্তী নিহত হন, নাজির যিনি মোল্লাহ নাজির নামেও পরিচিত, তিনি ছিলেন তাদের একজন।

তারা বলেছেন উত্তর ওয়জিরিস্তানে অন্তত একট ড্রোন হামলা হয়। ডন নিউস বলেছে ৩ জন নিহত হয়। দক্ষিণ ওয়াজিরিস্তানে নাজির ছিলেন প্রধান চরমপন্থী কম্যান্ডার।
XS
SM
MD
LG