অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের পুলিশ কর্তার বাড়িতে হামলাকারিদের হাতবোমার আঘাতে ৯ ব্যক্তির মৃত্যু


পাকিস্তান সরকারের কর্মকর্তারা বলছেন-পেশোয়ারের শহরতলি এলাকায় পাকিস্তানের এক পুলিশ কর্তার বাড়িতে হামলাকারিরা হাতবোমা ছুঁড়ে মারলে তাতে ৯ ব্যক্তির মৃত্যু হয়েছে।বুধবারের ঐ হামলার দায়দায়িত্ব নিয়ে কোনো পক্ষ হতেই কোনো দাবী দাওয়া শোনা যায়নি- বলছেন সরকারি কর্মকর্তারা। কর্মকর্তারা বলেন-কমসে কম ডজন খানেক লোক ঐ পুলিশ কর্তার বাড়িটিকে তাদের হামলার নিশানা বানায়।ঐ পুলিশ কর্তা নিহত হন গত রবিবার- এক গুলি বিনিময়ের ঘটনায়।এর আগে গতকাল মঙ্গলবার পেশোয়ারের জনাকীর্ণ একটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে হামলাকারিরা গ্রেনেড ছূঁড়ে কমসে কম ১১ ব্যক্তিকে হত্যা করে।অপর ২০ ব্যক্তি ঐ ঘটনায় জখম হয়েছেন।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় দশক কাল স্থায়ি বিদ্রোহ তত্পরতার অবসান ঘটানোর আশায় পাকিস্তান সরকার যখন কিনা তালেবান দলের সদস্যদের সঙ্গে শান্তি আলোচনা চালাচ্ছে,ঠিক সে সময়টাতেই এইসব ঘটলো।
XS
SM
MD
LG