পাকিস্তান, আফগানিস্তানের নেতৃত্ব মহলকে জানিয়েছে- আফগান প্রেসিডেন্ট আশরাফ গানী যে শান্তি প্রস্তাব তালেবানদের সামনে তুলে ধরেছেন, তা গ্রহন না করবার কোনো সঙ্গত কারণই তালেবানদের থাকতে পারেনা। এদিকে যুক্তরাষ্ট্রে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী আঞ্চলিক স্থিতিশীলতা ও সন্ত্রাস প্রতিরোধ নিয়ে কথা বলেছেন। এসবের পরিপ্রেক্ষিতে পাকিস্তান নিবাসী ফ্রিলান্স সাংবাদিক-শিক্ষক-সংবাদ ভাস্যকার মাসকাওয়াত আহসানের সঙ্গে ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলেন সরকার কবীরুদ্দীন।