পাকিস্তানের কোয়েটা শহরে আজ খৃষ্টানদের এক উপাসনালয়ে রবিবারের প্রার্থনা সভা চলাকালে আত্মঘাতী হামলায় ৯ ব্যক্তি প্রাণ হারান।শুনুন পাকিস্তান প্রবাসী মাসকাওয়াত আহসানের সঙ্গে সাক্ষাৎকার রিপোর্ট।ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন।