অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের আদালত প্রেসিডেন্টের বিরুদ্ধে দূনীতি মামলার সময়সীমা বৃদ্ধি করেছে


পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ

বিচারক আসিফ সাইদ খোসা প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে বুধবারের মধ্যে এ সম্পর্কে তার রিপোর্টটি পেশ করতে নির্দেশ দিয়েছিলেন। তবে আগষ্টের ৮ তারিখ পর্যন্ত শুনানী মুলতুবি রাখা হয়েছে।

পাকিস্তানের উচ্চ আদালত সরকারকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দূ্র্নীতির মামলা পুণরায় শুরু করতে আরো দু’সপ্তাহ সময় দিয়েছে।

বিচারক আসিফ সাইদ খোসা প্রধা্নমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে বুধবারের মধ্যে এ সম্পর্কে তার রিপোর্টটি পেশ করতে নির্দেশ দিয়েছিলেন। তবে আগষ্টের ৮ তারিখ পর্যন্ত শুনানী মুলতুবি রাখা হয়েছে।
পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির মামলা আবার চালু করার আদেশ বাস্তবায়ন যোগ্য নয় বলে জানিয়েছেন ।

তবে সুপ্রিম কোর্ট চাইছে প্রধানমন্ত্রী যেন সুইজারল্যান্ডকে মিঃ জারদারির বিরুদ্ধে দূ্র্নীতির তদন্ত করতে আনুরোধ জানান। আদালতের নির্দেশ অবমানার দায়ে ইউসুফ রাজা গিলানীকে গতমাসে দোষী সাব্যস্ত করা হয় এবং প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করা হয়।
XS
SM
MD
LG