পাকিস্তান ও ভারত কাশ্মিরের বিতর্কিত সীমান্ত বরবার আজ রোববারের ঘটনার জন্যে পরস্পরকে দায়ি করেছে। পাকিস্তানের সামরিক বাহিনী বলছে যে ভারতীয় সৈন্যরা কাশ্মির সীমান্তে একটি পাকিস্তানি সামরিক চৌকিতে হামলা চালালে একজন পাকিস্তানি সৈন্য নিহত এবং অপর একজন মারাত্মক াাহত হয়েছে। পাকিস্তান বলছে যে তারা এই হামলা প্রতিহত করেছে।
উভয় পক্ষই কেবল এ ব্যাপারে একমত যে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদিত কাশ্মির এর বিভাজনকারী লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার উভয় পাশ থেকে গুলি বিনিময় করেছে। কয়েক দশক ধরে দুটি প্রতিবেশি রাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হয় এখান থেকেই। তবে ২০০৩ সালে সম্পাদিত অস্ত্র বিরতি সাধারণত মেনে চলা হয়। মাঝে মাঝে এই চুক্তি লংঘিত হলে একে অপরকে দায়ী করে।
সম্পুর্ণ কাশ্মিরই দাবি করে ভারত ও পাকিস্তান উভয়ই । ১৯৮৯ সাল থেকে বিভিন্ন মুসলিম বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠি হিন্দু প্রধান ভারত থেকে কাম্মিরের স্বাধীনতা অথবা মুসলিম প্রধান পাকিস্তানে অন্তর্ভুক্তির জন্যে লড়া্ই করে আসছে।
উভয় পক্ষই কেবল এ ব্যাপারে একমত যে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদিত কাশ্মির এর বিভাজনকারী লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার উভয় পাশ থেকে গুলি বিনিময় করেছে। কয়েক দশক ধরে দুটি প্রতিবেশি রাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হয় এখান থেকেই। তবে ২০০৩ সালে সম্পাদিত অস্ত্র বিরতি সাধারণত মেনে চলা হয়। মাঝে মাঝে এই চুক্তি লংঘিত হলে একে অপরকে দায়ী করে।
সম্পুর্ণ কাশ্মিরই দাবি করে ভারত ও পাকিস্তান উভয়ই । ১৯৮৯ সাল থেকে বিভিন্ন মুসলিম বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠি হিন্দু প্রধান ভারত থেকে কাম্মিরের স্বাধীনতা অথবা মুসলিম প্রধান পাকিস্তানে অন্তর্ভুক্তির জন্যে লড়া্ই করে আসছে।