অ্যাকসেসিবিলিটি লিংক

মালালা হামলায় অভিযুক্ত ১০ জনের ৮ জন মুক্ত


পাকিস্তানের এক পুলিশ প্রধান জানিয়েছেন যে নারীশিক্ষার সক্রিয়কর্মী নোবেল পুরষ্কার বিজয়ী মালালা ইউসুফজাইএর ওপরে হামলার অভিযোগে যে ১০জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং কারাদান্ডাদেশ দেওয়া হয়েছিল তাদের ৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

সোয়াত ভ্যালির পুলিশ প্রধান সালিম মারওয়াত পশ্চিমা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষি-প্রমান না থাকার কারনে মুক্তি দেওয়া হয়েছে। অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারাও ঐ ঘটনা নিশ্চিত করেছেন।

পাকিস্তানী কর্মকর্তারা এপ্রিল মাসে জানিয়েছিলেন যে মালালার ওপরে আক্রমণের পরিকল্পনা ও হামলার অভিযোগে ১০ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদের অন্তত ২৫ বছরের কারাদন্ড হবে।

২০১২ সালে, সোয়াত ভ্যালির একটি স্কুল থেকে ফেরার পথে ১৪ বছরের বালিকা মালালাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

XS
SM
MD
LG