অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানী তালিবান মেহসুদের উত্তরসূরীর নাম ঘোষণা করল


পাকিস্তানী তালিবান, নতুন অন্তর্বর্তীকালীন নেতার নাম ঘোষণা করেছে। ড্রোন হামলায় নেতা হাকিমুল্লাহ মেহসুদ মারা যান।
রোববার, তালিবানের এক মুখপাত্র স্থানীয় সাংবাদিকদের বলেছেন, কেন্দ্রীয় সুরা নেতা আসমাতুল্লাহ শাহীন ভিতানিকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচন করা হয়েছে। এর আগে ঐ এলাকা থেকে যে খবর পাওয়া গিয়েছিল তাতে দেখা গেছে, আরেকজন তালিবান জঙ্গী সাইদ খান ঐ পদে অভিষিক্ত হতে পারেন। সাইদ খান সাজনা নামে পরিচিত। এই দুজনই পাকাপাকিভাবে মেহসুদের স্থলাভিষিক্ত হবার জন্যে বিবেচনায় রয়েছে।
যে ড্রোন হামলায় মেহসুদ মারা গেছে, পাকিস্তানের সরকার তার প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে, পাকিস্তানী তালিবানের সঙ্গে পাকিস্তানের শান্তি আলোচনা নস্যাত করার চেষ্টা করছে, যুক্তরাষ্ট্র তালিবান নেতাকে হত্যা করে।
হাজার হাজার পাকিস্তানীকে হত্যার জন্যে তালিবানকে দায়ী করা হয়। যার মধ্যে সেনাসদস্য, পুলিশসহ অসামরিক নাগরিকও রয়েছে।
পাকিস্তানী সেনাবাহিনী, তালিবানের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকার আলোচনার মাধ্যমে এই সংঘাত অবসানের চেষ্টা চালাচ্ছে।
XS
SM
MD
LG