অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় হামাস, মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলনের সঙ্গে বিবাদের অবসান ঘটিয়েছে


A Palestinian man and his daughter walk past a graffiti reading in Arabic ''Division'' in Gaza City, on Sept. 17, 2017, after Hamas announced it had agreed to steps toward resolving a decade-long split with the Fatah movement.
A Palestinian man and his daughter walk past a graffiti reading in Arabic ''Division'' in Gaza City, on Sept. 17, 2017, after Hamas announced it had agreed to steps toward resolving a decade-long split with the Fatah movement.

গাজার প্রশাসক, চরমপন্থী গ্রুপ হামাস, রবিবার, ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলনের সঙ্গে তাদের এক দশকের রাজনৈতিক ও আঞ্চলিক বিভাজন অবসানের সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের প্রশাসনিক সংগঠন ভেঙ্গে ফেলার এবং সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে রাজি হয়েছে।

গাজার অর্থনীতি এখন খুবই খারাপ। সেখানে বিদ্যুৎ সরবরাহ প্রতিদিন মাত্র চার ঘন্টা থাকে। হামাস বলেছে তারা আব্বাসের নেতৃত্বে ঐক্য সরকারকে অবিলম্বে নিয়ন্ত্রণ নিতে দেবে। তিন বছর আগে যৌথ সরকার গঠন করা হয়। কিন্তু এখন পর্যন্ত তারা সেখানে শাসন পরিচালনা করতে পারেনি।

সাম্প্রতিক দিনগুলোতে কায়রোতে মিশরীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে হামাস ও ফাতাহ প্রতিনিধি দলের পৃথক পৃথক বৈঠকের পর এই সাফল্য অর্জন হলো।

XS
SM
MD
LG